দীপিকার বিয়ে, এবার মুখ খুললেন করণ জোহর

ইটালিতে বিয়ে সারবেন বলিউডের রণবীর-দীপিকা। তাদের ভবিষ্যতে জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা। কিছুদিন আগে তাদের বিয়ের গুঞ্জনে সিলমোহর দিয়েছেন বর্ষীয়ান অভিনেতা কবীর বেদী। ট্যুইট করে এই তারকা জুটির বিয়ের খবর দেন তিনি। আর এবার রণবীর-দীপিকার বিয়ের কথা স্বীকার করলেন করণ যোহর। সম্প্রতি একটি রেডিও শো-তে যান করণ যোহর। যেখানে তাকে র‍্যাপিড ফায়ার প্রশ্নের মুখমুখি হতে হয়। যার একটি প্রশ্ন ছিল , দীপিকা-রণবীর বিয়ে করতে চলেছেন। এটা আপনি ডিনাই করেন নাকি সম্মতি দেন এই গুঞ্জনে। উত্তরে মিস্টার জোহর বলেন, “আই অ্যাম নট ডিনাই’। যতদূর শোনা যাচ্ছে, তাতে ২০ নভেম্বর ইতালির লেক…

বিস্তারিত