দুই অভিষেক সেঞ্চুরির লড়াইয়ে শেষ হাসি আভিশকার

ক্যাচ মিস তো ম্যাচ মিস- ক্রিকেটে কথাটি বহুবার সত্যি প্রমাণিত হয়েছে। কিন্তু উইন্ডিজের বিপক্ষে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে একাধিক ক্যাচ ছাড়ার পরও দলকে হারতে দিলেন না মালিঙ্গা-মাথ্যুসরা। উইন্ডিজকে তারা হারালো ২৩ রানে। ৪৬তম ওভারে মালিঙ্কার বলে লং অফে ক্যাচ তুলে দিয়েছিলেন ১১২ রানে রানে ব্যাট করতে থাকা নিকোলাস পুরান। কিন্তু বাউন্ডারি লাইন থেকে কি মনে করে এগিয়ে এসেছিলেন তা কেবল থিসারা পেরেরাই জানেন। যে বলটি রসগোল্লার মতো তার হাতে পড়ার কথা সেটিই কিনা মাথার উপর দিয়ে চলে গিয়ে চার হয়ে গেলো! ৪৮তম ওভারে সহজ ক্যাচ ছাড়েন উদানা। ম্যাথুসের বলে লং অনে…

বিস্তারিত