দুই ভাইয়ের দ্বন্দ্বে গভীর নলকূপের ঘরে তালা, বিপাকে কৃষক

বর্ষা মৌসুম শেষ হলেও মিলছে না কাঙ্ক্ষিত বৃষ্টি। পানির অভাবে ফেটে যাচ্ছে আমন ধানের খেত। এদিকে মালিকানা নিয়ে দুই ভাইয়ের দ্বন্দ্বে গভীর নলকূপের ঘরে দেওয়া হয়েছে দুটি তালা। আর গভীর নলকূপ চালু না হওয়ায় ধান খেতে দেওয়া হচ্ছে না পানি। এতে বিপাকে পড়েছেন ওই মাঠের ১৮০ বিঘার জমির কৃষক। তারা আমন ধান নষ্টের আশঙ্কা করছেন। ঘটনাটি ঘটেছে জয়পুরহাট জেলার আক্বেলপুর উপজেলার গোপীনাথপুর মৌজার কালাইকুড়ি মাঠে। এ মাঠে গভীর নলকূপের আওতাধীন কৃষকেরা গভীর নলকূপটি চালু করতে উপজেলা সেচ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের এক  সপ্তাহ…

বিস্তারিত