দৃষ্টিসীমায় শুধুই ট্রফি

৮ জুলাই ১৯৯৮। স্তাদো দ্য ফ্রান্সে তখন নায়কের ভূমিকায় ক্রোয়েশিয়ার ডেভর সুকার। বিশ্বকাপের সেমিফাইনালে স্বাগতিক ফ্রান্সের বিপক্ষে তার গোলেই লিড নেয় ক্রোয়াটরা। কিন্তু নিজ দেশের হয়ে ওই দিন যে সেরা ম্যাচ খেলবেন লিলিয়াম থুরাম, তা হয়তো ফরাসিরাও জানত না। এই ডিফেন্ডারের জোড়া গোলেই ভাঙে ক্রোয়েশিয়ার স্বপ্ন। শেষ পর্যন্ত থুরাম যখন জাতীয় দল থেকে অবসর নেন, তখন তার পাশে ছিল ১৪২ ম্যাচে ২ গোল। ২০ বছর আগে দিদিয়ের দেশমের নেতৃত্বে ফ্রান্স জিতেছিল প্রথম বিশ্বকাপ। গোল্ডেন বুট জিতেও সুকারের মুখে ছিল হতাশা। বিশ্বকাপ ফাইনালে খেলতে না পারার কষ্ট। সে কষ্টটা এবার দূর…

বিস্তারিত