দেখা যায় না আগের মত বক পাখি

মাহফুজ রাজা,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি ; “মাঠে ঘাটে বকের সারি- শুভ্র গালিব গাঁয়,, দেখবি কারা আয়রে তোরা- আয় ছুটে আয়” কত চেনা-অচেনা নাম না জানা পাখিদের অভয়ারণ্য এই দেশ, হাজারো পাখির স্বর্গ রাজ্য আমাদের দেশ। এদের মধ্যে সবার পরিচিত একটি পাখি বক। জলাশয়ের মরা মাছ ও ক্ষতিকর কীটপতঙ্গ খেয়ে এরা একদিকে যেমন পরিবেশকে সুস্থ রাখছে তেমনি জমির উর্বরতা বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিকভাবেও অবদান রেখে যাচ্ছে।বক নিয়ে বিভিন্ন গীতি কবিদের রয়েছে অসংখ্য রচনা।আকাশের বুকে পড়ন্ত বিকেলে বকের ঝাঁকের ডানামেলে ঘুরাঘুরি দেখলে মনে হয় যেন এ যেন বীর সৈনিকেরা মাতৃভূমিকে পাহাড়া দিচ্ছে। কিশোরগঞ্জের হোসেনপুরের…

বিস্তারিত