দোহারে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মারামারী আহত ৪ জন

মোস্তফা কুদ্দুস ঢাকার দোহার উপজেলার সুতারপাড়ার ডাইয়ারকুম অালঅামিন বাজার সংলগ্ন সমসের কাজীর বাড়ির সামনের মাঠ ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় চার জন অাহত হয়েছে । ঘটনার প্রতেক্ষ্যদর্শী ও দোহার থানা অভিযোগ সুত্রে যানা যায়, বৃহস্পতিবার বিকালে কাজী বাড়ির সামনের মাঠে স্থানীয় যুবকরা দুই দলে বিভক্ত হয়ে দুটি টিম ঘটন করে ক্রিকেট খেলার অায়োজন করে। প্রথম রাউন্ড খেলা শেষে দ্বিতীয় রাউন্ড খেলা ও শেষ পর্যায়ে তিন বল বাকী থাকতে মাগরিবের অাজান হয়, দুই টিমের খেলোয়ারের মধ্যে কয়েকজন মুসুল্লি ছিল। তাদের অাবদার ছিল যেহেতু কোন বাজি খেলা না তাই এখানে খেলা…

বিস্তারিত