দোহারে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মারামারী আহত ৪ জন

মোস্তফা কুদ্দুস

ঢাকার দোহার উপজেলার সুতারপাড়ার ডাইয়ারকুম অালঅামিন বাজার সংলগ্ন সমসের কাজীর বাড়ির সামনের মাঠ ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় চার জন অাহত হয়েছে । ঘটনার প্রতেক্ষ্যদর্শী ও দোহার থানা অভিযোগ সুত্রে যানা যায়, বৃহস্পতিবার বিকালে কাজী বাড়ির সামনের মাঠে স্থানীয় যুবকরা দুই দলে বিভক্ত হয়ে দুটি টিম ঘটন করে ক্রিকেট খেলার অায়োজন করে। প্রথম রাউন্ড খেলা শেষে দ্বিতীয় রাউন্ড খেলা ও শেষ পর্যায়ে তিন বল বাকী থাকতে মাগরিবের অাজান হয়, দুই টিমের খেলোয়ারের মধ্যে কয়েকজন মুসুল্লি ছিল। তাদের অাবদার ছিল যেহেতু কোন বাজি খেলা না তাই এখানে খেলা শেষ করে দেওয়া হোক নামাজ পরার জন্য। টিমের এক গ্রুপে অাবার দুই সহধর সহ মাদক সেবনকারী লিমন(১৮), লিংকন (১৬) ও বাবু মোল্লা(২২) সেখানে তিন বল খেলা শেষ করে নামাজে যেতে বলে। এ সব নিয়ে মাঠের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই যের ধরে সন্ধা সারে সাতটায় ডাইয়ারকুম অালঅামীন বাজারে প্রতিপক্ষের উপর হামলা করে সন্ত্রাসীরা। হামলায় অংশ নেয় লিমন, লিংকন ডাইয়ারকুম এলাকার বাদশার ছেলে, বাবু মোল্লা, পিতা রব মোল্লা, হেলিম মোল্লা (৩৫) ও সেলিম মোল্লা(৪৫) অত্র পিতা সুতারপাড়া ইউনিয়নের ওয়ার্ড মেম্বার তালেব মোল্লার ছেলে, রহিম (২৫) পিতা তাছের মোল্লা, রাইহান (২১), নাফিজ (১৬) অত্র পিতা অামির হোসেন, অামজাদ (২৫) পিতা জালাল সহ অজ্ঞাত অারো ৬/৭ জন অতর্কিত হামলা করে তাদের অাহত করা হয়। অাহত ব্যাক্তিরা হলেন মমিন কাজী, অালম, ইব্রাহীম, ইস্রাফিল সহ। অারো কয়েকজন। এ ঘটনায় দোহার থানায় পাল্টাপাল্টি দুটি অভিযোগ করা হয়েছে। অভিযোগের তদন্ত কর্মকর্তা এস অাই জালাল জানান, এ বিষয়ে দুই পক্ষের দুটি অভিযোগ করা হয়েছে। তদন্ত সাপেক্ষ অাসামীদের অাটক করে ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment