দোহারে বৈরী আবহাওয়ায় জমে উঠেছে পিঠা বিক্রী

দোহারে বৈরী আবহাওয়ায় জমে উঠেছে পিঠা বিক্রী

 মাহবুবুর রহমান টিপু,বিশেষ(ঢাকা)প্রতিনিধি: দোহারে বৈরী আবহাওয়ায় প্রচন্ড শীতে খোলা আকাশের নিচে পিঠা বিক্রির ধুম পড়েছে। রসুন-মরিচবাটা,শরিষা বাটা,ধনিয়া পাতাবাটা,শুটকি বাটা মিলিয়ে চিতই পিঠা বিক্রির সংখ্যাই বেশী।আবার কোথাও ভাপা পিঠা ও পাটি শাপটা বিক্রির ধুম পড়েছে। সরেজমিনে দেখা যায়,উপজেলার নারিশা পদ্মার পাড়,নারিশা বাজার,মেঘুলা বাজার,হলের বাজার,জয়পাড়া বাজার,বিলাশপুর বাজার,বাশঁতলা বাজার,কার্তিকপুর বাজার,মৈনট ঘাট-বাজারসহ অন্তত ২০টি বাজার এলাকায় এই পিঠা বিক্রির ধুম পড়েছে। বিভিন্ন শ্রেনীর মানুষেরা বিকেলে বৈরী হাওয়ায় খোলা আকাশের নিচে দাঁড়িয়ে চিতই পিঠা খাওয়ায় লোভ যেন সামলাতে পারছেন না। নতুন চালের গুড়ি, নারকেল ও খেজুরগুড়ের তৈরি গরম গরম ভাপা পিঠার ও স্বাদই যেন আলাদা।…

বিস্তারিত