নওগাঁর ধামইরহাটে উৎপাদিত মালটা চারা দেশের বিভিন্ন চলোকায় রফতানী হচ্ছে

নওগাঁর ধামইরহাটে উৎপাদিত মালটা চারা দেশের বিভিন্ন চলোকায় রফতানী হচ্ছে

বিকাশ চন্দ্র প্রাং, স্টাফ রিপোর্টার, নওগাঁঃ নওগাঁর ধামইরহাটে একটি নার্সারীতে এখন উৎপাদিত হচ্ছে বৈদেশিক ভিটামিন-সি জাতীয় ফল মালটার চারা। উৎপাদিত এই মালটার চারা ধামইরহাট থেকে জয়পুরহাট, বগুড়া, রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে রফতানি করা হচ্ছে বলে জানিয়েছেন উক্ত নয়ন নার্সারীর মালিক আলতাফ হোসেন। উপজেলার ক্ষিন চকযু গ্রামের মনছুর রহমানের ছেলে নয়ন নার্সারীর (রেজি-০০০১৯) সত্বাধিকারী মোঃ আলতাফ হোসেন জানান, দেশের বিভিন্ন স্থানে ভ্রমনে গিয়ে নার্সারীর প্রতি আকৃষ্ট হন তিনি। সেই থেকে এলাকার পতিত প্রায় ৫ বিঘা জমি বর্গা (চুক্তি ভিত্তিক) নিয়ে ওই জমিতে নার্সারী তৈরী করেন। উন্নত জাতের বারী-১ ও পাকিস্তানী মালটার…

বিস্তারিত