নওগাঁয় শিশুগাড়ি জলমহালের পুনরায় ইজারার দাবীতে সংবাদ সম্মেলন

নওগাঁয় শিশুগাড়ি জলমহালের পুনরায় ইজারার দাবীতে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার: নওগাঁর মান্দা উপজেলার বিল শিশুগাড়ি জলমহালটির পুনরায় ইজারার দাবীতে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় মৎস্যজীবীরা। সোমবার নওগাঁ শহরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে চকদেবীরাম মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি রহিদুল আলম মৎস্যজীবীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন। বক্তব্যে তিনি বলেন উপজেলার নুুরুল্যাবাদ ইউনিয়নের চকদেবীরাম ও রামনগর গ্রামে অবস্থিত আয়তন ২৬ দশমিক ৭৫একরের বিল শিশুগাড়ি জলমহাল। প্রায় ২০বছর ধরে জলমহালটি ইজারা নিয়ে মাছ চাষ করে চকদেবীরাম ও রামনগর গ্রামের শতাধিক মৎস্যজীবী পরিবার জীবিকা নির্বাহ করে আসছি। কিন্তু চকদেবীরাম গ্রামের বাসিন্দা ও রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রায়হান কবির তথ্য গোপন…

বিস্তারিত