নতুন যেসব ফিচার আনল ইউটিউব

নতুন যেসব ফিচার আনল ইউটিউব

সময়ের সঙ্গে নিজেদের আপডেট করতে ও ব্যবহারকারীদের চাহিদার প্রতি লক্ষ্য রেখে নতুন কিছু ফিচার যুক্ত করেছে ইউটিউব কর্তৃপক্ষ। সম্প্রতি মোবাইল অ্যাপে বেশ কিছু নতুন ফিচার ও পরিবর্তন এনেছে ইউটিউব।  ইউটিউবের নতুন ফিচার:  ১। ভিডিও চ্যাপ্টারস: এবার চ্যাপ্টারস ফিচারটিকে সব ডিভাইসের জন্য আনুষ্ঠানিকভাবে ইউটিউবে যুক্ত করা হয়েছে। কনটেন্ট ক্রিয়েটররা ডেসক্রিপশনে ভিডিওর মধ্যকার বিভিন্ন অংশের টাইম স্ট্যাম্প যোগ করতে পারবে চ্যাপ্টারস ফিাচারটিতে। এমনকি এই ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা খুব সহজে ভিডিওর বিভিন্ন অংশ স্কিপ করতে পারবে।  ২। স্ট্রিমভিত্তিক ইউআই: ইউটিউব তাদের আগের অটো প্লে ফিচার টিকে অনেকটাই স্ট্রিমিভিত্তিক বানিয়ে দিয়েছে। ফলে ভিডিও প্লেয়ারের…

বিস্তারিত