নরসিংদীতে জেলা কারাগারে তিনগুণ দামে পণ্য বিক্রি অভিযোগ

নরসিংদীতে জেলা কারাগারে তিনগুণ দামে পণ্য বিক্রি অভিযোগ

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: কারাগারকে মূলত সংশোধনাগার ও পুনর্বাসন কেন্দ্র হিসেবেই বিবেচনা করা হলেও, নরসিংদী জেলা কারাগারের ভেতর নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ শোনা যায় নিয়মিতভাবেই। সেই সাথে ধারণ ক্ষমতার চেয়ে বহুগুণ বেশি কয়েদি থাকার কথাও শোনা যায়। তেমনিই জামিনে মুক্তি পাওয়া এক আসামী মোঃ শাহীন অভিযোগ করে বলেন, শিউলী সহ প্রতিটি কক্ষে ১০০ – ১৫০ লোক থাকে। ভেতরে একটি খাবারের ক্যান্টিন রয়েছে। এই ক্যান্টিনের থেকে সকল বন্দীদের খাবার কিনতে হয়। বন্দীদের অভিযোগ, এই ক্যান্টিনে ২৫ টাকার স্পিড পানীয় কিনতে হয় ৫০ টাকা দিয়ে, ১০ টাকার আলু ভাজি ১০০…

বিস্তারিত