নরসিংদী রায়পুরায় নির্মানাধীন ৬০টি বসত ভিটায় মেঘনার ভাঙ্গন।

নরসিংদী রায়পুরায় নির্মানাধীন ৬০টি বসত ভিটায় মেঘনার ভাঙ্গন।

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি। নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল চরসুবুদ্ধী ইউনিয়নের মহেশবেরসহ দুর্ঘম নদীপাড়ের মানুষের নির্মাণাধীন গ্রাম রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। আজ শনিবার (১১ জুন) দুপুরে হঠাৎ ওই ইউনিয়নের মহেশবের গ্রামের একশ মিটার বাঁধ ভেঙে জমিসহ বসত বিটা মেঘনায় বিলীন হয়ে গেছে। হুমকিতে রয়েছে শত শত বতস ভিটাসহ কয়েকশ পরিবার। জানা গেছে, এলাকাবাসীর অভিযোগ যে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ একাধীক বার মাপামাপি করলেও কোনো প্রতিক্রয়া পাচ্ছে না। আজ নিজের ভিটা হারিয়ে আব্দুল কাশেম নদীর পাড় বসে কাঁদছে। কেউ তার সহযোগিতা না করায় তিনি খোব প্রকাশ করেন। তিনি…

বিস্তারিত