নাপা-এইসের সংকট, কর্তৃপক্ষ বলছে ‘না’

নাপা-এইসের সংকট, কর্তৃপক্ষ বলছে ‘না’

জাকির হোসেন, ঢাকার একটি বেসরকারি মেডিকেল কলেজের হিসাবরক্ষক। চাকরির খাতিরে ঈদে বাড়ি যাওয়া হয়নি। তবে ঈদের আগে ও পরে দুবার পরিচিতজনদের মাধ্যমে পাবনায় প্যারাসিটামল জাতীয় ওষুধ কিনে পাঠিয়েছেন। জাকির বলেন, ‘ঈদের দুদিন আগে বাবার জ্বর আসে। কিন্তু পাবনার কোথাও প্যারাসিটামল জাতীয় নাপা কিংবা এইস খুঁজে পাওয়া যায়নি। পরে এক বন্ধুর মাধ্যমে ঢাকা থেকে ওষুধ কিনে পাঠাই। ঈদের পরও একবার নাপা কিনে পাঠাতে হয়েছে।’ কুমিল্লার বাসিন্দা ইমরান হোসেন জানান, তার এলাকা শাসনগাছায় প্যারাসিটামল জাতীয় ওষুধ পাওয়া যাচ্ছে না। মূল শহর থেকে আগের চেয়ে পাতাপ্রতি পাঁচ থেকে ছয় টাকা বেশি দামে কিনে…

বিস্তারিত