নামাজের জন্য নারীদের কি আজান-ইকামত দিতে হয়?

নামাজের জন্য নারীদের কি আজান-ইকামত দিতে হয়?

নারী-পুরুষ, গরিব-ধনী নির্বিশেষে সকল মুসলমানের ওপর নামাজ ফরজ। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, ‘নিশ্চয় নামাজকে ঈমানদারের জন্য নির্ধারিত সময়ে (আদায় করা) আবশ্যক কর্তব্য করা হয়েছে।’ -(সুরা নিসা : আয়াত ১০৩) নামাজ না পড়লে আখেরাতে কঠিন শাস্তি ও জাহান্নামের হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। পবিত্র কোরআনে এসেছে, ‘(জাহান্নামিদের জিজ্ঞাসা করা হবে) তোমাদের কোন জিনিস সাকারে (জাহান্নাম) নিক্ষেপ করেছে? তারা বলবে, আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। ’ (সুরা : মুদ্দাসসির, আয়াত : ৪২-৪৩) নামাজ না পড়লে পরকালীন শাস্তি ছাড়াও দুনিয়াতে এর বিভিন্ন বিরূপ প্রভাব পড়ে, ইহকালীন জীবনও বরকতশূন্য হয়ে যায়। আবদুল্লাহ ইবনে ওমর…

বিস্তারিত