নারীতে দ্বৈত সত্ত্বা- জনশক্তি ও মাতৃত্ব

সাদিক মৃধা,সংবাদকর্মী, নারীরা দেশের মোট জনশক্তির অর্ধেক। নারীকে মানুষ ভাবলে এই দেশে একজন নারীও নির্যাতনের শিকার হতে পারে না। ঘরে-বাইরে সবখানে কিছু পুরুষ এবং কোন কোন ক্ষেত্রে কিছু নারীর দ্বারা অন্য নারী নির্যাতিত হয়। একটাই সমাধান- দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটানো। এ পরিবর্তন কেবল সেমিনার-সিম্পোজিয়ামে হয় না। এ ক্ষেত্রে মিডিয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা উচিৎ। নারী নির্যাতনের একটি সফল বিচারও যদি মিডিয়াগুলো দৃষ্টান্ত হিসাবে ফলাও করে প্রচার করে তাহলে অপরাধীরা চাপ অনুভব করবে। এতে দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে(এই দেশের সমাজ ব্যবস্থার জন্য অধিকতর ফলপ্রসূ)। আর পরিবার তো এ ক্ষেত্রে স্কুলের মতো কাজ করতে…

বিস্তারিত