নালিতাবাড়ীতে বিশ্বশান্তি কামনায় শেষ হলো ফাতেমা রাণীর তীর্থ উৎসব

নালিতাবাড়ীতে বিশ্বশান্তি কামনায় শেষ হলো ফাতেমা রাণীর তীর্থ উৎসব

মেহেদী হাসান সাকিব, নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে বিশ্বশান্তি কামনায় শান্তিপুর্ণভাবে শেষ হয়েছে খ্রিস্টভক্তদের দুইদিনব্যাপী ফাতেমা রাণীর বার্ষিক ধর্মীয় তীর্থ উৎসব। শুক্রবার (২৮ অক্টোবর) বেলা ১২ টায় সমাপনি খ্রিস্টযাগের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করেন তীর্থ উৎসবের প্রধান বক্তা ঢাকা মহা খ্রিস্টধর্ম প্রদেশর ভিকার জেনারেল ও বনানীর মেজর সেমিনারীর প্রাক্তন রেক্টর গাব্রিয়ল কোরাইয়া। এর আগে বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহ খ্রিস্টধর্ম প্রদেশের ভিকার জেনারেল রেভারেন্ড ফাদার শিমন হাচ্চা তীর্থ উৎসবের উদ্বোধনী খ্রিস্টযাগ উৎসর্গ করেন। সুত্র জানায়, এখন থেকে ১০৫ বছর আগে ১৯১৭ সালে পর্তুগালের ফাতেমা নগরে মা মারিয়া ৩ জন ছেলে মেয়ের কাছে দেখা…

বিস্তারিত