নাসায় চাকরির জন্যে আবেদন স্কুলছাত্রের

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসায় ‘প্ল্যানেটারি প্রোটেকশন অফিসার’ পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। নাসার ওই পদে বার্ষিক বেতন ছিল আকর্ষণীয়। বেতনকাঠামোর সঙ্গে অন্যান্য সুযোগ-সুবিধা তো রয়েছেই। তবে, চাকরির বিজ্ঞপ্তিটি আলোচনার বিষয়ে পরিণত হয়েছিল, কারণ নয় বছরের এক শিশু ওই পদে আবেদন করে নাসায় চিঠি লিখেছিল। নাসাও ভবিষ্যতের কথা ভেবে ওই শিশুকে চিঠির উত্তরও দিয়েছিল। নাসার মূল লক্ষ্য হলো সবার মঙ্গলের জন্য কাজ করা (Motto: For the Benefit of All)। কোনো বহির্জাগতিক জীবাণু পৃথিবীতে ছড়িয়ে পড়তে না পারে, সেদিকে লক্ষ রাখে নাসা। এ কাজে নজরদারি করে নাসার ‘প্ল্যানেটারি প্রোটেকশন’ বিভাগ। পৃথিবীর…

বিস্তারিত