হিন্দি গানের মডেল হলেন নায়িকা দিঘী

হিন্দি গানের মডেল হলেন নায়িকা দিঘী

এবার হিন্দি গানে মডেল হলেন প্রার্থনা ফারদিন দীঘি। গানের শিরোনাম ‘হোটো পে নাম তেরা’। এস কে দীপের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন ন্যানসি ও প্রেম।   সাভারের ফিল্ম ভ্যালিতে শুক্রবার (২৮ আগস্ট) গানটির দৃশ্য ধারণ সম্পন্ন হয়েছে। এতে দিঘির বিপরীতে দেখা যাবে মডেল ফারহান খান রিওকে। ভিডিও নির্মাণ করেছেন ইভান মনোয়ার। এ প্রসঙ্গে দীঘি বলেন, গানটির কথা আর গায়কী খুবই চমৎকার। আর টি-সিরিজের ব্যানারে প্রকাশ হবে। সবকিছু মিলিয়ে কাজটি উপভোগ করলাম। আশা করছি সবার ভালো লাগবে। দিঘীর সঙ্গে কাজ করা প্রসঙ্গে ফারহান খান রিও বলেন, প্রথমবারের মতো দীঘির সঙ্গে জুটি হয়ে…

বিস্তারিত