নিওনাজির প্রত্যাবর্তন : সন্ত্রাসীর কোনো দেশ নেই

বিশ বছর আগে যখন জার্মানিতে বসবাস করতাম, তখন আমি একেবারেই শিশু। ওই সময় নিওনাজি বা স্কিনহেড শব্দগুলো প্রায়ই শোনা যেতো। বাদামি রঙের যেকোনো মানুষই তখন আতঙ্কে থাকতো যে, এই বুঝি তাদের ওপর নিওরা হামলা চালালো! বিশ্ব এরপর অনেক এগিয়ে গেছে।  কিন্তু  ‘নিও’ শব্দটির প্রকৃতি এখনও অপরিবর্তিতই রয়ে গেছে। ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ এলাকার মসজিদে গোলাগুলিতে অন্তত পঞ্চাশজন নিহত ও বিশজন গুরুতর আহত হয়েছে। মসজিদ এমন একঘর যেখানে গিয়ে মানুষ আল্লাহর কাছে প্রার্থনা জানায়, আশ্রয় চায় ও আত্মসমর্পণ করে। অথচ সেই ঘরেই আটাশ বছর বয়সী এক অস্ট্রেলিয়ান শ্বেতাঙ্গ যুবক নিজেকে শ্রেষ্ঠ…

বিস্তারিত