নির্দিষ্ট বয়সের পর স্তন্যপানে মা-শিশুর বড় ক্ষতি

নির্দিষ্ট বয়সের পর স্তন্যপানে মা-শিশুর বড় ক্ষতি

বাড়িতে সবার আদরে বেড়ে উঠছিলেন তিন বছর বয়সী প্রীতি। এক দিন দুপুরে হঠাৎ প্রীতির যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণ শুরু হয়। আতঙ্কিত হয়ে দ্রুত চিকিৎসকের কাছে মেয়েকে নিয়ে যান মা। চিকিৎসক পরীক্ষা করে জানান, হরমোনের সমস্যার জন্যই রক্তক্ষরণ হয়েছে। এতটুকু মেয়ের হরমোনঘটিত কী সমস্যা? চিকিৎসক জানান, তিন বছর বয়সেও সে মায়ের স্তন্যপান করে। এদিকে ঋতুস্রাব অনিয়মিত হওয়ায় মা প্রয়োজনীয় ওষুধ ব্যবহার করেন। ফলে স্তন্যপানের সময় সেই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া ঢুকেছে মেয়ের শরীরেও। তার জেরেই এই সমস্যা। আবার, সাড়ে চার বছরের পিয়াল মায়ের স্তন্যপান না করে ঘুমোতে পারে না। তাই প্রতিদিন মা তাকে দুগ্ধপান…

বিস্তারিত