নেই দুটি হাত ও একটি পা, তারপরও জিপিএ ফাইভ

নেই দুটি হাত ও একটি পা, তারপরও জিপিএ ফাইভ

  জন্মগতভাবেই নেই দুটি হাত ও একটি পা। তারপরও থেমে নেই জীবনযুদ্ধ। এক পা নিয়ে চলছে লড়াই। প্রবল ইচ্ছাশক্তি আর দৃঢ়তায় প্রাথমিক ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পেয়েছে, জিপিএ ফাইভ। এমন অদম্য কিশোরীর নাম, তামান্না নূরা। বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নে। জীবন কখনও কখনও এমন বিস্ময়ের জন্ম দেয়…যখন লোপ পায় অবাক হবার ক্ষমতাও। তেমনি এক বিস্ময় বালিকা তামান্না। দুটি হাত নেই…নেই একটি পাও। তারপরও উদ্যম ইচ্ছাশক্তিতে বয়ে চলেছেন জীবনের ভার। কঠোর অধ্যবসায়কে সঙ্গী করে একের পর একে ছুঁয়ে চলেছেন সাফল্যের চুড়া। পিইসি কিংবা জেএসসি…দুটি পরীক্ষায় পেয়েছেন জিপিএ-ফাইভ। শুধু তাই…

বিস্তারিত