নেত্রকোনার সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আটক

নেত্রকোনার সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আটক

ময়মনসিংহ প্রতিনিধিঃ নেত্রকোণা ব্যাটালিয়ন ৩১ বিজিবির জোয়ানদের অভিযানে ২১ লক্ষ ৯৭ হাজার ২ শত টাকা মূল্যমানের বিপুল পরিমান ভারতীয় ওরিও বিস্কুট এবং স্কীন সাইন ক্রীম জব্দ হয়েছে। গতকাল বুধবার দুপুরে নেত্রকোণা ব্যাটালিয়ন ৩১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম জাকারিয়া গণমাধ্যম কর্মীদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ২৬ জানুয়ারি ভোর রাত ৪ টার দিকে নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার খারনৈই ইউনিয়নে অবস্থিত খারনৈই বিওপিতে কর্মরত মোঃ সামছুর রহমানের নেতৃত্বে ০৬ সদস্যের একটি টহল দল কর্তৃক মেইন পিলার ১১৭৮ হতে আনুমানিক ০১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিন গোবিন্দপুর নামক স্থানে টহল দিচ্ছিল। এ সময় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফাঁদ পেতে থাকে। তথ্যানুযায়ী ভারতের দিক হতে চোরাকারবারীরা মালামাল নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করে। পরে চোরাকাবারীরা মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যায়। ফলে কোন চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি। বিজিবির জোয়ানরা ঘটনাস্থল হতে ভারতীয় ওরিও বিস্কুট- ৬১০০ পিস এবং স্কীন সাইন ক্রীম-৫৮৮০ পিস জব্দ করে। যার সর্বমোট সিজার মূল্য- ২১লক্ষ ৯৭ হাজার ২ শত টাকা। জব্দকৃত চোরাচালানী মালামাল নেত্রকোনা কাষ্টমস অফিসে জমা করা হবে।   আরও পড়ুন.. অনলাইন শপিং … জেনারেল উইন্ডো এসির দাম ও কোথায় পাবেন বাংলাদেশে ? সনি টিভি অফার | Sony showroom Bangladesh এসির দাম ২০২১| বাংলাদেশে শীর্ষে থাকা ৫টি এসির রিভিউ- Click Here অনলাইন শপিং বাংলাদেশ | গ্রী এসির দাম | Gree AC Showroom Bangladesh গ্রি ইনভার্টার এসির দাম | Click here

বিস্তারিত