নড়াইলের এড়েন্দা-লুটিয়া সড়ক প্রশস্তকরণে বেলেমাটি ও নিন্মমানের ইটের ব্যবহার

নড়াইলের এড়েন্দা-লুটিয়া সড়ক প্রশস্তকরণে বেলেমাটি ও নিন্মমানের ইটের ব্যবহার

নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়া উপজেলার এড়েন্দা-লুটিয়া সড়ক প্রশস্তকরণে বেলেমাটি ও নিন্মমানের ইট ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। ১৪ কিলেমিটার সড়কের মধ্যে ঝিকড়া এলাকা থেকে আমাদা পর্যন্ত ১৪শ ১মিটার সড়কের দুইপাশে দুই ফুট করে মোট চার ফুট প্রশস্তকরণ করা হচ্ছে। এজন্য সড়কের দুইপাশে মাটি খুঁড়ে সেখানে বালির পরিবর্তে বেলেমাটি দেয়া হচ্ছে। এই বেলেমাটির মান এতো খারাপ যে, কোথাও কোথাও কাঁদামাটির মতোই দেখা যাচ্ছে বলে জানিয়েছেন এলাকাবাসী। ৯২ লাখ টাকা ব্যয়ে সম্প্রতি সড়কটি প্রশস্তকরণের কাজ শুরু হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসী জানান, নড়াইলের এড়েন্দা-লুটিয়া সড়ক প্রশস্তকরণের নামে কাঁদা ও বেলেমাটিসহ নিন্মমানের…

বিস্তারিত