পদ্মার চরের বালুতে ভাগ্য খুলছে বাদাম চাষিদের

পদ্মার চরের বালুতে ভাগ্য খুলছে বাদাম চাষিদের

রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চরের বালুতে ব্যাপকভাবে বাদাম চাষ শুরু হয়েছে। পদ্মার চর এখন আর বালুকাময় নয়, পরিণত হয়েছে শস্যভূমিতে। আবাদ হচ্ছে বিভিন্ন রকমের দানাজাতীয় শস্য। পদ্মার বিস্তৃত চরজুড়ে এ বছর ২৬০ হেক্টর জমিতে বাদামের আবাদ হয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, উপজেলার সাত ইউনিয়ন ও দুটি পৌরসভা রয়েছে। এর মধ্যে পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়নের শুধু বালুচরে বাদাম চাষ হচ্ছে। এ বছর ২৬০ হেক্টর জমিতে বাদাম চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও এর চেয়ে অনেক বেশি জমিতে বাদামের চাষ হয়েছে। প্রতি হেক্টরে গত বছর উৎপাদন হয়েছিল ২.১৭ টন। সরেজমিন পদ্মার চরের গোকুলপুর,…

বিস্তারিত