ছোট পোশাকে সাই পল্লবীর আপত্তি কেন?

ছোট পোশাকে সাই পল্লবীর আপত্তি কেন?

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। তার মায়াবী চাহনি, উচ্ছ্বল হাসি আর নিখুঁত অভিনয়ে মুগ্ধ হন সবাই। অন্যসব নায়িকার মতো গাঢ় মেকআপে নিজেকে ঢেকে রাখেন না সাই। বরং সবসময় সাদামাটা রূপেই পর্দায় হাজির হন। সাই পল্লবীকে কখনো খোলামেলা রূপে দেখা যায় না। স্বল্প পোশাকে শরীরী আবেদন ফুটিয়ে তোলার দৌড়ে তিনি নেই। বরং সাধারণ পোশাকে অভিনয় গুণেই তিনি মন জয় করে নেন। কিন্তু -*কেন? কী কারণে ছোট পোশাক পরে অভিনয় করেন না সাই পল্লবী? সেই রহস্য এবার উন্মোচন করেছেন অভিনেত্রী। তিনি বলেন, ‘আমি একটি সম্ভ্রান্ত পরিবার থেকে এসেছি; আমার একটি…

বিস্তারিত