পাই Π দিবসে শুভেচ্ছা জানাই কল্যাণের পথে বাজাই সানাই

আজ সোমবার ১৪ মার্চ , বিশ্ব পাই (π) দিবস।  পাই (বড় হাতের অক্ষরটি Π, ছোট হাতের অক্ষরটি π) গ্রিক বর্ণমালার ষোলতম অক্ষর।  গ্রিক সংখ্যা ব্যবস্থায় পাইয়ের মান হল ৮০। সর্বপ্রথম ১৬৪৭ খ্রীষ্টাব্দে ব্রিটিশ গণিতবিদ  তার প্রকাশিত বই ক্ল্যাভিস ম্যাথেমেটিক এবং পরবর্তী সংস্করণগুলোতে δ/π কে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাতরূপে প্রকাশ করেন। গ্রিক শব্দ ‘περιφέρεια’ (যার অর্থ periphery) এবং ‘περίμετρος’(যার অর্থ perimeter) এর প্রথম বর্ণ হচ্ছে π । ধারণা করা হয় পরিধি বা perimeter শব্দটি থেকেই π এর ব্যবহার হয়ে আসছে। ২০০৯ খ্রীষ্টাব্দে ১২ মার্চ যুক্তরাষ্ট্র সরকার ১৪ মার্চকে জাতীয় পাই (π) দিবস হিসেবে পালনের অনুমোদন দেয়। বাংলাদেশে পাই (π) দিবস উদযাপিত…

বিস্তারিত