পদ্মায় ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে পাঙ্গাস

পদ্মায় ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে পাঙ্গাস

মুন্সীগঞ্জের ৫টি উপজেলার দক্ষিণ পাশ দিয়ে বয়ে চলা পদ্মায় জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে পাঙ্গাস। শনিবার (১৪ নভেম্বর) লৌহজং পদ্মাপাড়ে গিয়ে দেখা মিলেছে এমন পাঙ্গাসের বাহার। এমন কোনো জেলে নেই যে নদী মাছ ধরতে গিয়ে দুই থেকে চারটি পাঙ্গাস মাছ পাননি। গত ৪ নভেম্বর ইলিশ ধরার নিষেধাজ্ঞা শেষ হয়। তারপর থেকে ইলিশ তেমন না পেলেও জেলের জালে আটকা পড়ছে বড় বড় পাঙ্গাস। ওইদিন ভোরে জেলার লৌহজং পদ্মাপাড়ে দেখা যায়, কোনো কোনো জেলের জালে ১৫ থেকে ২৫/৩০টি পাঙ্গাস ধরা পড়েছে। নদীতে নেমে অন্তত ১/২ টি পাঙ্গাস পায়নি এমন জেলেকে পাওয়া…

বিস্তারিত