পাথরঘাটার উপকূলজুড়ে চলছে ইলিশ শিকারের শেষ প্রস্তুতি

মোহাম্মদ কাজী রাকিবঃ ইলিশের মৌসুমকে ঘিরে গভীর সমুদ্রগামী জেলেদের এখন চলছে সাগরযাত্রার প্রস্তুতি। কেউ নতুন ট্রলার তৈরি শেষ করছেন, কেউ পুরনো ট্রলার মেরামতের কাজ করছেন, আবার কেউ জাল গুছিয়ে নিচ্ছেন কিংবা নতুন কিনছেন। গেল বছর প্রচুর ইলিশ সাগরে জেলের জালে ধরা পড়ায় এবং সমুদ্রে জলদস্যুদের তৎপরতা কম থাকায় এ বছরে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা গেছে। প্রত্যেকটি জেলে পল্লীতে একই দৃশ্য পরিলক্ষিত হয়েছে। দেশের বৃহৎ ইলিশের মোকাম বরগুনার পাথরঘাটার বিএফডিসি মৎস্য অবতরন কেন্দ্রও প্রস্তুত। এ এলাকার পাথরঘাটা, চরদুয়ানী, রুহিতা, পদ্মা, হরিণঘাটাসহ আশপাশে এখন জেলেদের গভীর সাগরের যাওয়ার পূর্বপ্রস্তুতি চলছে। এদিকে ট্রলার…

বিস্তারিত