পানির নিচে এ ভাবেই চলছে পদ্মা সেতুর কাজ

পানির নিচে এ ভাবেই চলছে পদ্মা সেতুর কাজ

পদ্মা সেতুর দ্রুত গতিতে চলছে ঢালাইয়ের কাজ, চলতি মাসেই বসবে দ্বিতীয় স্প্যান। পদ্মা সেতুর জাজিরা (শরীয়তপুর) থেকে: ভরা পদ্মায় গড়ে উঠেছে পিলার। প্রস্তুত সেতুর উপরের কাঠামো স্প্যানও। এখন অপেক্ষা পিলারে স্প্যান বসানোর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ সফর শেষে ফিরলেই সেই মাহেন্দ্রক্ষণের সূচনা হবে পদ্মা সেতুর জাজিরা অংশে। তবে পুরো সেতু গড়তে প্রয়োজন ৪২টি পিলার ও ৪১টি স্প্যান। পদ্মাসেতু এলাকা ঘুরে দেখা গেছে, পিলারের অদূরে স্প্যান ধরে রেখেছে একটি লিফটিং ক্রেন। এ বিশেষ ক্রেনটি ৪২টি স্প্যান এক এক করে পিলারে তুলে দেবে। পদ্মা সেতুর জাজিরা (শরীয়তপুর) থেকে: ভরা পদ্মায় গড়ে উঠেছে…

বিস্তারিত