পীরগঞ্জে সুর্যমুখী চাষে কৃষকদের গ্রহ বাড়ছে

পীরগঞ্জে সুর্যমুখী চাষে কৃষকদের গ্রহ বাড়ছে

বং সেচও কম লাগে । এ ফুলের চাষ করলে ফুল থেকে তেল, খৈল ও জ্বালানি পাওয়া যায়। আর সূর্যমুখীর বীজ থেকে যে তেল উৎপন্ন হয় তা স্বাস্থ্য সম্মত ও মানস¤পন্ন। অলিভ ওয়েলের পরেই সূর্যমুখী তেলের অবস্থান। এ তেল সোয়াবিন ও সরিষা ভোজ্য তেলের ঘাটতি পুরণ করে ।বখতিয়ার রহমান,পীরগঞ্জ(রংপুর) ঃরংপুরের পীরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে সুর্যমুখী চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। অনেকে সখ করে প্রথম বারের ন্যায় আবার অনেকে পুনরায় সুর্যমুখী চাষ করছেন । ফলে পীরগঞ্জে সুর্যমুখী চাষে উজ্জল সম্ভাবনার সৃষ্টি হয়েছে ।চলতি মরশুমে অন্যান্য ফসলের পাশাপাশি তাদের জমিতে সুর্যমুখী চাষ করেছেন এমন…

বিস্তারিত