পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্য মেলা সাপ্তাহিক ছুটির দিনে ভীড়, বাড়ছে কেনাকাটাও, যানজটে ভোগান্তি

পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্য মেলা সাপ্তাহিক ছুটির দিনে ভীড়, বাড়ছে কেনাকাটাও, যানজটে ভোগান্তি

নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ ঃ ”লাল নীল বাত্তি দেইখ্যা নয়ন ঝুড়াইছে, বাণিজ্য মেলায় আইস্যা আমার আসা পুরাইছে।” এমনি করে কথাগুলো বলছিলেন ঢাকার আরামবাঘ থেকে প্রথমবারের মত  আগত ফারহানা ইসলাম। তিনি আরো বলেন, বাণিজ্য মেলা অনেক মজার জায়গা এতদিন খালি মানুষের মুখে মুখে শুনছি, আজ দেখলাম সত্যিই। মিরপুর ১০ নাম্বার থেকে বাণিজ্য মেলায় স্বপরিবারে এসেছেন টিনা খানম। তিনি বলেন, প্রতি বছরই মেলায় আসি। কাজের ঝামেলায় এবার একটু দেরীতে আসলাম। মেলার ভিতরে আয়োজন ভাল হলেও রাস্তায় জ্যামে আটকে ছিলাম র্দীঘক্ষন। যানজটে অনেকেই মেলায় আসতে ভোগান্তি ফোয়াতে হচ্ছে। বিশ^ এজতেমার কারনে রাস্তায় যানজট…

বিস্তারিত