পূর্বাচলে আলাদা মাঠ চায় আর্চারি ফেডারেশন

পূর্বাচলে আলাদা মাঠ চায় আর্চারি ফেডারেশন

বাফুফের সঙ্গে ভাগাভাগি করে মাঠ নিয়ে পোষাচ্ছে না বাংলাদেশ আর্চারি ফেডারেশনের। অনুশীলনে বিঘ্ন ঘটছে রোমান সানাদের। পূর্বাচলে ১০ একর জায়গা চেয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বরাবর চিঠি দেবে আর্চারি ফেডারেশন। যত দ্রুত সম্ভব আর্চারির জন্য আলাদা একটি মাঠে স্থানান্তরিত হতে চায় আর্চারির কর্তারা। এক মাঠ নিয়ে কাড়াকাড়ি দুই ফেডারেশনের মধ্যে। পরিস্থিতি অনুকূলে আনতে এক টেবিলে বসে দুই ফেডারেশন। সমঝোতা হয়। অনেকটা চাপে পড়ে উপায় না থাকায় নিজেদের প্রাণের মাঠটাতে বিপিএল ফুটবল খেলার মৌন সম্মতি দেয় বাংলাদেশ আর্চারি ফেডারেশন। ‘টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে ফুটবল খেললে কোনো সমস্যা হবে না’-…

বিস্তারিত