গায়কের স্ত্রীর সঙ্গে বাজে ব্যবহার, প্রতিবাদ করায় নাক ভাঙলেন তুরান

গায়কের স্ত্রীর সঙ্গে বাজে ব্যবহার, প্রতিবাদ করায় নাক ভাঙলেন তুরান

ইস্তাম্বুলের নৈশক্লাবে তুরস্কের খ্যাতনামা এক গায়কের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে তাঁর নাক ভেঙেছেন আরদা তুরান বার্সেলোনা ছেড়ে গেছেন, ধারে খেলছেন তুরস্কের লিগে। তবু সংবাদ শিরোনাম হওয়া থেকে নিজেকে আটকাতে পারছেন না আরদা তুরান। তবে ভুল কারণে ভুল কাজ করে। সেটিও খেলার মাঠে নয়, ইস্তাম্বুলের নৈশক্লাবে। সেখানে তুরস্কের খ্যাতনামা পপ গায়ক বেরকের নাককে অবৈধভাবে কড়া ‘ট্যাকল’ (!) করেছেন তুরান। তুর্কি মিডফিল্ডার ঘুষি মেরে বেরকের নাকটাই ভেঙে দিয়েছেন! স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইস্তাম্বুলের সেই নৈশক্লাবে সস্ত্রীক গিয়েছিলেন বেরকে। সেখানে তুরানও ছিলেন। বেরকের জীবনসঙ্গী ওজলেম আদা শাহিনকে দেখে মনে ধরে তুরানের। খেলার মাঠে কড়া ট্যাকলের…

বিস্তারিত