চাকুরী দেওয়ার নামে টাকা আত্নসাৎ- থানায় অভিযোগ,প্রাণ নাশের হুমকী

চাকুরী দেওয়ার নামে টাকা আত্নসাৎ- থানায় অভিযোগ,প্রাণ নাশের হুমকী

শরিফা বেগম শিউলী রংপুর প্রতিনিধিঃ রংপুর জেলাধীন পীরগঞ্জ উপজেলায় চাকুরী দেওয়ার প্রলোভনে বিভিন্ন কৌশলে ৫ লক্ষ ৭৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র।বাদীর অভিযোগের ভিত্তিতে থানা সূত্রে জানা গেছে- শ্রী রিপন চন্দ্র(৩৮), শ্রীমতি অনিতা রাণী শুশিলা(৩৫), শ্রী সুনিল চন্দ্র(৩৫), শ্রী নেহারু চন্দ্র(৫৫) সর্ব সাং পানেয়, পীরগঞ্জ রংপুরের স্থায়ী বাসিন্দা ও প্রভাবশালি হওয়ায় প্রথম পর্যায়ে পুলিশের চাকুরী দেওযার নাম করে ০৯/০১/১৮ইং ৩ লক্ষ (৩,০০০০০/-)সহ শিক্ষাগত যোগ্যতার সনদ হাতিযে নেয়। কিন্তু চাকরী দিতে না পারায় ধারাবাহিক ভাবে সময় অতিবাহিত করে বিভিন্ন প্রতিষ্ঠিানে চাকুরী দেওযার নামে পর্যায়ক্রমে আরও ২ লক্ষ ৭৫ হাজার টাকা…

বিস্তারিত