প্রিমিয়াম সেগমেন্ট ফোল্ডেবলের পরিমাণ বাড়াবে স্যামসাং

প্রিমিয়াম সেগমেন্ট ফোল্ডেবলের পরিমাণ বাড়াবে স্যামসাং

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে স্মার্টফোনের ডিজাইনেও পরিবর্তন আসছে। পরিবর্তনের অংশ হিসেবে গ্রাহকের চাহিদা মাথায় রেখে এবং প্রিমিয়াম ক্যাটাগরির বিক্রি বাড়াতে গ্যালাক্সি সিরিজের ফোল্ডেবল স্মার্টফোন বাজারজাত বাড়াবে স্যামসাং। সম্প্রতি নিউইয়র্কে আয়োজিত সংবাদ সম্মেলনে স্যামসাং ইলেকট্রনিকসের মোবাইল হেড রোহ তাই মুুন এ কথা জানান। খবর দ্য কোরিয়া হেরাল্ড। রোহর মতে, ক্ল্যামশেল ডিজাইনের গ্যালাক্সি জি ফ্লিপ ও বুক টাইপ গ্যালাক্সি জি ফোল্ড প্রতিষ্ঠানটির অন্য প্রিমিয়াম স্মার্টফোনের জায়গা দখল করে নেবে। এমনকি এটি গ্যালাক্সি এস২২, এস২২ প্লাস ও এস২২ আল্ট্রার জায়গাও নিয়ে নেবে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ২০২৫ সাল নাগাদ স্যামসাং প্রিমিয়াম ক্যাটাগরিতে…

বিস্তারিত