রাজনৈতিক প্রতিহিংসা থেকেই খেতাব বাতিলের ষড়যন্ত্র চলছে: ফখরুল

রাজনৈতিক প্রতিহিংসা থেকেই খেতাব বাতিলের ষড়যন্ত্র চলছে: ফখরুল

রাজনৈতিক প্রতিহিংসা থেকেই জিয়াউর রহমানের খেতাব বাতিলের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  সোমবার (০১ মার্চ) বিকেলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজধানীর গুলশানের এক হোটেলে দলটির বছরব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি।  এসময় সরকারে নানা কর্মকাণ্ডের সমালোচনা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানের উদ্বোধন করেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।  পরে মহাসচিব বলেন, যুদ্ধের প্রতিটি দিন স্মরণের জন্য দলের পক্ষ থেকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বছরব্যাপী কর্মসূচি নেয়া হয়েছে। স্বাধীনতার এত বছর পরও জাতিকে বিভক্ত করে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন ফখরুল।

বিস্তারিত

ফখরুলের আসনে ভোটগ্রহণ চলছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেওয়ায় শূন্য হওয়া বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। আজ সোমবার সকাল ৯টায় শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। আর এবারই এ আসনের ভোটাররা প্রথমবারের মতো ইভিএমে ভোট দিচ্ছেন। বগুড়া উপনির্বাচনের রিটার্নিং অফিসার মাহবুব আলম শাহ গণমাধ্যমকে জানান, বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ডের মধ্যে ২০টি ও সদর উপজেলার ১১ ইউনিয়ন নিয়ে বগুড়া-৬ (সদর) আসন। ভোটার ৩ লাখ ৮৭ হাজার ৪৫৮ জন। তারা আজ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১৪১ কেন্দ্রে ৯৬৫ বুথে ইভিএমে ভোট দেবেন। এ উপনির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়…

বিস্তারিত