ফটিকছড়িতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ফটিকছড়িতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মোস্তাফা কামরুল: ফটিকছড়ি প্রতিনিধি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা মুজিব বর্ষ উদযাপন পরিষদ কতৃক আয়োজিত মুজিব শতবর্ষ উদযাপন ও বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার দুপুরে উপজেলা সদরের বিবিরহাট রাজঘাট এলকায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহআলম সিকদার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম ও যুগ্ম-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান স্বপনের যৌথ সঞ্চালনায়প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতা এইচ এম আবু তৈয়ব, জেলাআওয়ামী লীগ’র সাবেক সাংগঠনিক সম্পাদক তৌহিদুল আলম বাবু, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মুহাম্মদ শাহজাহান, ফটিকছড়ি  উপজেলা আওয়ামী লীগ নেতা এস.এম সোলায়মান বি.কম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দিদারুল বশর চৌধুরী দুদু, সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান   আব্দুস সালাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আমান উল্লাহ চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শাহনেওয়াজ, মহিলা বিষয়ক সম্পাদিকাসাজেদা সাফা, উত্তর জেলা মহিলা আওয়ামী লীগ’র সহ-সভাপতি সৈয়দা রিফাত আত্তার নিশু, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা  ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, উত্তর জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়কহারুনুর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, উপজেলা কৃষক লীগের সভাপতি নুর হোসেন, উপজেলা আওয়ামী লীগ’র সদস্য ইসমাইল মজুমদার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সাহাদত হোসেন সাজু সহ আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ সহঅঙ্গসংগঠনের নেতা-কর্মীবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, ভাস্কর্য ভেঙে বাঙালির হৃদয় থেকে জাতির পিতাবঙ্গবন্ধু শেখ মুজিবের নাম মুছে ফেলা যাবে না। স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও আওয়ামী লীগের নাম শুনলে তাদেরগাত্রদাহ হয়। মূর্খের দল জানে না কোটি কোটি মানুষের হৃদয়ে বঙ্গবন্ধু আছে, তা ভাঙ্গবে কি করে? তারা আরো বলেন, শেখ মুজিব মানেই বাঙালির মৃত্যুঞ্জয়ী চেতনা। শেখ মুজিব মানেই সাম্য-অধিকার-গণতন্ত্র প্রতিষ্ঠা। শেখমুজিব মানেই দেশের জনগণের প্রতি মানুষের প্রতি ভালোবাসা। শেখ মুজিব মানেই নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা। শেখমুজিব মানেই বাঙালির দিশা- আলোর দিশারী। শেখ মুজিব মানেই তো বাংলাদেশ, স্বপ্নের সোনার বাংলাদেশ।  দুপুর থেকে উপজেলার বিভিন্ন  ইউনিয়ন থেকে মিছিল সহকারে অংশ নেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ওমহিলা আ.লীগের হাজার হাজার নেতাকর্মীরা। একপর্যায়ে বিকাল ৩টার পর সমাবেশস্থল পরিনত হয় জনসমুদ্রে। স্লোগানেস্লোগানে প্রকম্পিত হয়ে উঠে পুরো এলাকা। ফটিকছড়িতে স্মরণকালের বৃহত্তম এ প্রতিবাদ সমাবেশে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ ও মহিলাদের উপস্থিতিওছিল উল্লেখযোগ্য। প্রতিবাদ সমাবেশ শেষে বিশাল এক বিক্ষোভ মিছিল বিবিরহাট বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা চত্বরে এসেশেষ হয়।

বিস্তারিত