বারোমাসি তরমুজ চাষ, ফলন ৬০ দিনে

বারোমাসি তরমুজ চাষ, ফলন ৬০ দিনে

প্রথমবারের মতো নাটোরের সিংড়া উপজেলার সুকাশ নওদাপাড়া গ্রামের জিয়ারুল হক হলুদ-কালো রঙের তরমুজ চাষ করে সফল হয়েছেন। বারোমাসি এ জাতের তরমুজ চাষে খরচ কম। পাশাপাশি ফলনও বেশি। মাত্র ৬০ দিনেই এ জাতের তরমুজের ফলন পাওয়া যায়। অসময়ের তরমুজ বলে বাজারে দামও চড়া। জানা যায়, বেগুন চাষে সফল না হওয়ায় জিয়ারুল হক পরীক্ষামূলকভাবে বাড়ির আঙিনায় ১২ শতক জমিতে গড়ে তুলেছেন হলুদ ও কালো তরমুজের ক্ষেত। তার তরমুজের ক্ষেত দেখতে প্রতিদিন আশপাশের মানুষ ভিড় করছেন। তরমুজ চাষে আগ্রহও প্রকাশ করছেন অনেকে। তরমুজ চাষি জিয়ারুল হক  বলেন, গত বছর এই জায়গায় বেগুন চাষ…

বিস্তারিত