ফিচারে অ্যানড্রয়েডকে হার মানাবে নকিয়ার এ ‘কিপ্যাড ফোন’!

ফিচারে অ্যানড্রয়েডকে হার মানাবে নকিয়ার এ ‘কিপ্যাড ফোন’!

গত এক দশকে বিশ্বব্যাপী স্মার্টফোনের বিক্রি বেড়েছে কয়েক গুণ। প্রতিযোগিতায় টিকে থাকতে না পেরে ধীরে ধীরে বাজার ছেড়েছিল কিপ্যাড ফোন। মোবাইল ফোনের বাজারে ক্রমশ হারিয়ে যাচ্ছিল এককালে বাজার শাসন করা নকিয়া। কিন্তু ২০২২ সালে একের পর এক নতুন ফোন নিয়ে এসে কামব্যাক করেছে ফিনল্যান্ডের কোম্পানিটি। পুরোনো ডিজাইনে নতুন ফিচার যোগ করে গ্রাহকের আকর্ষণ টানার চেষ্টায় রয়েছে নকিয়া। সম্প্রতি কোম্পানিটি চালু করেছে নোকিয়া ৫৭১০ এক্সপ্রেস অডিও। এ ফোনে রয়েছে এমন ফিচার, যা কোনো অ্যানড্রয়েড অথবা আইফোনকেও টেক্কা দেবে। বাইরে থেকে দেখতে এ ফোন আর দশটা কিপ্যাডসহ ফিচার ফোনের মতোই। কিন্তু এ…

বিস্তারিত