বইমেলা যেন জনসমুদ্র!

বইমেলা যেন জনসমুদ্র!

অমর একুশে গ্রন্থমেলার ১৬তম দিন ছিল আজ শুক্রবার। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বই প্রেমীদের ভিড়ে যেন জনসমুদ্রে পরিণত হয়েছে মেলা প্রাঙ্গণ। সরেজমিনে দেখা গেছে, শুক্রবার বিকাল থেকেই শিশু-কিশোর, তরুণ- তরুণী, লেখক দর্শনার্থীদের পদচারনায় মুখর হয়ে উঠে গ্রন্থমেলা প্রাঙ্গণ। যতই বিকাল ঘনিয়ে আসছিল ততই ভিড়ের মাত্রা বাড়তে থাকে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। সন্ধ্যার দিকে ভিড়ের মাত্রা এমন পর্যায়ে চলে যায় যেন হাঁটাই ধায় হয়ে পড়েছিল! মেলার প্রতিটি স্টলেই ঢুঁ মেরে দেখছেন বইপ্রেমীরা। কেউ বই দেখছেন, কেউবা বন্ধুদের নিয়ে ঘুরে ঘুরে সময় কাটাচ্ছেন আবার কেউ কেউ বই কিনছেন।প্রাইভেট ফার্মে চাকরি…

বিস্তারিত