আইসল্যান্ডের পুস্তক-বন্যা ও বাংলাদেশের পুস্তক-খরা

২৪ ডিসেম্বর রাতে ক্রিসমাস ট্রির নিচে উপহার রাখা পাশ্চাত্যের এক পুরনো রীতি। আইসল্যান্ডের রীতি হচ্ছে, ক্রিসমাস ট্রির নিচে বই রাখা। অন্য কোনো উপহার নয়- বই, বই আর বই। ২৪ তারিখ রাতটা তারা কাটায় একে অপরকে বই পড়ে শুনিয়ে। আইসল্যান্ড শীতের দেশ। ফায়ারপ্লেসের কাছাকাছি কম্বলের নিচে আধশোয়া হয়ে একেকজন হাতে একটা গরম তরল চকোলেটের মগ নিয়ে বই পড়বে, বই পড়া শুনবে। আইসল্যান্ডের প্রতিটি পরিবারে ২৪ তারিখ রাতে এই চিত্র। ২৫ ডিসেম্বর সকালে আইসল্যান্ডে বইয়ের বন্যা বয়ে যায় ক্রিসমাস ট্রির নিচে। পুস্তককেন্দ্রিক এই উৎসবের নাম ‘জোলাবোকাফ্লাড’ বা বড়দিনের পুস্তক বন্যা। ক্রিসমাসের প্রাক্কালে…

বিস্তারিত