বগুড়ায় উপজেলা নির্বাচনে ভোটারশূণ্য ভোটকেন্দ্র

বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথার জিলা স্কুল জনমাবন শুন্য ভোটকেন্দ্র। নিরাপত্তা প্রহরীরা বেঞ্চে বসে অলস সময় কাটাচ্ছেন। সবাই অপেক্ষা করছেন ভোটারের। কিন্তু কোন ভোটার আসছে না। ফলে গল্পগুজবেই সময় কাটাচ্ছেন এজেন্ট এবং নির্বাচন কর্মকর্তারা। এই কেন্দ্রে মোট ভোটার ১৯৭৫। দুই ঘন্টায় ভোট পড়েছে মাত্র ৬টি। আজ সোমবার সকাল বুথের ভেতরে গিয়েও দেখা গেলো একই চিত্র। একই চিত্র দেখা গেছে শহরের নারুলী উত্তরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বগুড়া সদর উপজেলার সব চেয়ে বেশি ভোট এই কেন্দ্রে। মোট ভোটার ৬ হাজার। সাড়ে আটটা পর্যন্ত ওই কেন্দ্রে ভোট পড়েছে মাত্র ১টি। গাবতলী উপজেলার চকবোচাই সরকারি প্রাথমিক…

বিস্তারিত