উপকূলে আতঙ্ক কেটে স্বস্তির নিঃশ্বাস, বদলাতে শুরু করেছে ভাগ্য

উপকূলে আতঙ্ক কেটে স্বস্তির নিঃশ্বাস, বদলাতে শুরু করেছে ভাগ্য

এস. এম সাব্বির হোসেন, কয়রা(খুলনা) প্রতিনিধি: উপকূলীয় দক্ষিণাঞ্চল কয়রা উপজেলার ষাটের দশকে নির্মিত বেড়িবাঁধের অধিকাংশ জায়গায় নদীর বাঁধ ভঙ্গুর ও ঝুঁকিপূর্ণ  ছিল। প্রতি বছর লোনা পানিতে প্লাবিতহতো  উপজেলাটি। যে কোনো দুর্যোগ সংকেত কিংবা হালকা বাতাসে বেড়িবাঁধ ভেঙে আবার প্লাবিত হওয়ার আতঙ্ক কাজ করত গোটা উপকূলীয় এলাকায়। সরে জমিনে ঘুরে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, ঘুর্ণিঝড় আম্পান ও ইয়াসে কয়রা উপজেলার ২১টি স্থানে ২০ কিঃমিঃ ভেঙ্গে প্লাবিত হয়। অনেকেই সব কিছু হারিয়ে বেড়িবাধের উপর আশ্রয় নিয়েছিল, আবার অনেকেই ছেড়েছে মাতৃভুমি। ষাটের দশকে নির্মিত ভঙ্গর বেড়িবাধ বার বার  ভাঙ্গনের কারণে উপকূলবাসীর…

বিস্তারিত