দোহারে স্যামস-৯২ উদ্যোগে পদ্মার চরাঞ্চল, বন্যাদূর্গতদের মাঝে বিনামূল্যে মশার কয়েল বিতরণ।

মাহবুবুর রহমান টিপু,বিশেষ প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলায় পদ্মার চরাঞ্চল,আশ্রয়ন,নদী ভাঙ্গন ও বন্যা প্রবণ এলাকায় ডেঙ্গু,চিকুনগুনিয়া ও ম্যলেরিয়া রোগের ভাইরাস বহনকারী এডিস মশা প্রতিরোধে বিনামূল্যে মশার কয়েল বিতরণ করেছে জনকল্যামূলক সামাজিক সংগঠন ‘স্যামস-৯২’। শুক্রবার দুপুরে এসিআই লিমিটেড ও এসসি জনসন কোম্পানির সৌজন্যে ও স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব মালিকান্দা মেঘুলা স্কুল এ্যান্ড কলেজ (স্যামস-৯২) এর উদ্যোগে মশার কয়েল বিতরণ করা হয়। স্যামস ৯২ এর মালিকান্দা কার্যালয়, নারিশা ইউনিয়ন পরিষদ এবং সুতারপাড়া ইউনিয়ন পরিষদ থেকে গরিব দুঃখীদের মাঝে বিনামূল্যে মশার কয়েল বিতরণের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয় এবং দোহার-নবাবগঞ্জ ও শ্রীনগরের শিক্ষা প্রতিষ্ঠানসহ মসজিদ মাদরাসা…

বিস্তারিত