বরিশালে কাচা বাজারের দাম কমলেও আলুসহ চাউলের চওড়া।

বরিশালে কাচা বাজারের দাম কমলেও আলুসহ চাউলের চওড়া।

জামাল কাড়াল বরিশাল প্রতিনিধি।  বরিশালে শীতকালীন কাচা বাজারের দাম কিছুটা কমলেও আলুর দাম কমেনি সেই সাথে রযেছে অন্যন্য নিত্যপণ্যের দাম চওড়াও। যেমন চাল, ভোজ্যতেল, লবঙ্গ, খোলা আটা, চিনি, এলাচ ও খোলা ময়দা। এর মধ্যে ভোজ্যতেলের দাম সবচেয়ে বেশি বেড়েছে।আজ শনিবার ২৮ শে নভেম্বর  নগরী রুুপাতলী  স্থানীয় ব্যবসাহি সাথে পর্যালোচনা করে এ সব তথ্য পাওয়া যাায়এদিকে  মূল্য তালিকায় বলা হয়েছে- প্রতি কেজি পাইজাম চাল বিক্রি হয়েছে ৫০ টাকা। যা  আগে বিক্রি হয়েছে ৪৫ টাকা। খোলা সয়াবিন প্রতি লিটার বিক্রি হয়েছে ১০৪ টাকা। যা সাতদিন আগে বিক্রি হয়েছে ১০০ টাকা। বোতলজাত সয়াবিন প্রতি…

বিস্তারিত