বসের যৌন হয়রানির কথা প্রকাশ করায় ছয় মাসের জেল

শহরের নামকরা এক স্কুলে কাজ করতেন নুরিল নামের এক নারী। ওই স্কুলের প্রধান শিক্ষক ফোনে তাকে যৌন হয়রানিমূলক কথা বার্তা বলেন। বস যৌন হয়রানির বিষয়টি প্রমাণে ফোনের কথোপকথন রেকর্ড করে আদালতে উপস্থাপন করেন তিনি । এই ‘অপরাধে’ তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেন ইন্দোনেশিয়ার আদালত। রায়ের বিরুদ্ধে করা আবেদন গত বৃহস্পতিবার (৪ জুলাই) নাকচ করেছেন সুপ্রিম কোর্ট। রায়ে উল্লেখ করা হয়, বাইক নুরিল মাকনুন নামের ওই নারী অশ্লীল বিষয় ছড়ানোয় তাঁকে শাস্তি দেওয়া হয়েছে। ২০১৫ সালে রেকর্ডিংটি ছড়িয়ে পড়লে নুরিলের বস তাঁর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেন। নুরিলের আপিল নাকচ করে…

বিস্তারিত