বস্তায় আদা চাষ করে সফল নওগাঁর মোনায়েম হোসেন

বস্তায় আদা চাষ করে সফল নওগাঁর মোনায়েম হোসেন

বিকাশ চন্দ্র নওগাঁ। স্টাফ রিপোর্টার, নওগাঁঃ বস্তায় মাটি ভরাট করে আদা চাষ করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নওগাঁর মোনায়েম হোসেন। বর্তমানে এই পদ্ধতিতে আদা রোপন করে লাভের আশা করছেন দিশেহারা হয়ে পড়া এই বয়লার চাতাল মালিক। প্রাথমিকভাবে একশ বস্তায় আদা চাষ করে খরচ বাদ দিয়েও প্রায় ২৭থেকে ২৮হাজার টাকা লাভ করার আশা করছেন তিনি। নওগাঁ সদর উপজেলায় বর্ষাইল ইউনিয়নে চক-আতিথা গ্রামে মোনায়েম হোসেন বেশ কিছুদিন আগে একটি বয়লার চাতাল গড়ে তোলেন। কিন্তু বর্তমানে জেলার অন্যান্য হাস্কিং চাতালের মত নানা কারণে তার চাতালটিও বন্ধ হয়ে গেছে। ফলে লোকসানের মুখে পড়ে দিশেহারা…

বিস্তারিত