ঈদের আগে লবণে সিন্ডিকেট, বস্তায় দাম বাড়ল ১৫০ টাকা

ঈদের আগে লবণে সিন্ডিকেট, বস্তায় দাম বাড়ল ১৫০ টাকা

• দেশে লবণের পর্যাপ্ত মজুদ আছে : বিসিক • ৫৫০ টাকার লবণের বস্তা এখন ৭০০ টাকা • যারা দাম বাড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কোরবানির ঈদ সামনে রেখে বেড়েছে পশুর চামড়া সংরক্ষণের প্রধান উপাদান লবণের দাম। এক সপ্তাহ আগেও যেখানে প্রতি বস্তা লবণ বিক্রি হতো ৫৫০ টাকায়, কয়েক দফা বেড়ে এখন ওই বস্তা বিক্রি হচ্ছে ৭০০ টাকায়। সংশ্লিষ্টরা বলছেন, প্রতিবারই সংকটের কথা বলে একটি অসাধু চক্র কোরবানির আগে লবণের দাম বাড়িয়ে দেয়। এবারও তারাই দাম বাড়াচ্ছে। পাইকার ও আড়ৎদারদের দাবি সরবরাহের ঘাটতির কারণে দাম সামান্য বেড়েছে। তবে সরকারের পক্ষ…

বিস্তারিত