ঢাকা-১৯ আসনে ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহনের জন্য ঢাকা-১৯ সাভার-আশুলিয়া আসন থেকে বিভিন্ন দলের ১২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মাজহারুল ইসলাম। এবার এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডাক্তার এনামুর রহমানের অর্থাৎ নৌকা প্রতীকের বিরুদ্ধে লড়বেন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তালুকদার তৌহিদ জং মুরাদ ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম। এছাড়া অন্যান্য রাজনৈতিক দলের মনোনয়নপত্র জমাদানকারীরা হলেন, তৃণমূল বিএনপির মাহাবুবুল হাসান, জাতীয় পার্টির মোঃ বাহাদুর ইসলাম ও মোঃ আবুল কালাম আজাদ, ন্যাশনাল পিপলস পার্টির মোঃ ইসরাফিল হোসেন সাভারী, গণফ্রন্টে নূরুল আমিন, বাংলাদেশ সুপ্রিম পার্টির মোঃ জুলহাস, জাকের পার্টির মোঃ শামসুদ্দিন আহম্মেদ, বি.এন. এম -এর মোঃ সাইফুল ইসলাম, বাংলাদেশ জাতীয় পার্টির আইরীন পারভিন। প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ১ থেকে ৪ ডিসেম্বর। মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার-প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি। এ আসনে মোট ভোটার সংখ্যা ৭ লাখ ৫৬ হাজার ৪১০ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৩ লাখ ৮৭ হাজার ৪৬৩ জন ও মহিলা ভোটার ৩ লাখ ৬৮ হাজার ৯৪৭ জন।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহনের জন্য ঢাকা-১৯ সাভার-আশুলিয়া আসন থেকে বিভিন্ন দলের ১২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মাজহারুল ইসলাম। এবার এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডাক্তার এনামুর রহমানের অর্থাৎ নৌকা প্রতীকের বিরুদ্ধে লড়বেন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তালুকদার তৌহিদ জং মুরাদ ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম। এছাড়া অন্যান্য রাজনৈতিক দলের মনোনয়নপত্র জমাদানকারীরা হলেন, তৃণমূল বিএনপির মাহাবুবুল হাসান, জাতীয় পার্টির মোঃ বাহাদুর ইসলাম ও মোঃ আবুল কালাম আজাদ,…

বিস্তারিত